ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী মতিউর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২:১০ টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন বড়হাবাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মতিউর রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ ভানুকর এলাকার মৃত মাদারের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০১ ডিসেম্বর তারিখ রাত্রী ০০.১০ টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন বড়হাবাশপুর গ্রামস্থ জনৈক কার্তিক (৪৫), পিতা- মৃত বিষ্ঠু এর আম বাগান সংলগ্ন হাবাশপুর হইতে চাঁদনগর গামী পাকা উপর অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ২টি গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ধারা- The Arms Act, 1878 Gi 19A মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।