ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে প্রতারক প্রেমিক কর্তৃক বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক এইচএসসি পরীক্ষার্থী বিচার না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।
এ ঘটনায় গত বুধবার অভিযুক্ত ওই যুবক আল-আমীন কে আটক করা হয়। আটককৃত আল আমীন উপজেলার রহনপুর ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া সেদিনই ওই কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সম্প্রতি এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা জেলা পুলিশ সুপার আঃ রাকিবের দৃষ্টিগোচর হওয়ায় তিনি গোমস্তাপুর থানা পুলিশকে দ্রুত মামলাটি গ্রহণ ও অভিযুক্তকে আটকের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে ওই কলেজ ছাত্রী কীটনাশক পানে আত্নহননের চেষ্টা করে।