ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোন্নাফের মোড় এলাকায় বুধবার গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
নিহত ওই নারী হলে দিপা বেগম (৩০)। তিনি ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দিপা। এসময় কয়েকজন তাকে দেখে ফেলে পরে দ্রæত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণচন্দ্র বর্মনকে ফোন করা হলে তিনি রিসিভ করেনি। তাই এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।