ধূমকেতু নিউজ ডেস্ক : জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কারিম বেনজিমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
করোনা আক্রান্ত হয়ে সবশেষ ডেভিড আলাবাসহ মূল স্কোয়াডের ৮ ফুটবলারকে হারিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যানচেলোত্তির দল। ৪ মিনিটে রংধনুর মতো বাকানো শটে রিয়ালকে এগিয়ে দেন কারিম বেনজিমা। ৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে মাদ্রিদের জায়ান্টরা। হ্যাজার্ডকে আটকাতে গিয়ে বেনজিমার কাছে বল দিয়ে দেয় বিলবাও ডিফেন্ডাররা। সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোর করেন এই ফরাসি গোল মেশিন। তিন মিনিট পর বিলবাওয়ের হয়ে একটি গোল শোধ দেন মিডফিল্ডার ওইহান সানসেট। ম্যাচে বাকি ৮০ মিনিটে আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও সুসংহত করেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া। দিনের অন্য ম্যাচে গ্রানাদার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। এক পয়েন্ট কম নিয়ে সাতে আছে বার্সেলোনা।