ধূমকেতু নিউজ ডেস্ক : ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
সব ফেলে তখন ছেলেকে বাঁচাতে ছুটেছিলেন বলিউডের ‘বাদশাহ’। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনেছেন অভিনেতা। খবর আনন্দবাজার পত্রিকার।
আরিয়ান বাসায় ফেরার পর স্থগিত রাখা শ্যুটিং শুরু করেছেন শাহরুখ খান। কিন্তু আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিরতির পরে ফের কাজে ফিরেছেন শাহরুখ খান। বন্ধু সলমন খানের ‘টাইগার ৩’ ছবির জন্য শ্যুট করছেন ‘বাদশা’। তবে পুরোদমে কাজ শুরু করলেও মুম্বইয়ের বাইরে যেতে রাজি নন শাহরুখ। প্রযোজকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেকথা।
শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।