ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ অভিযোগ করেছেন যে, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্ক এবং আমেরিকার সমর্থন নিয়ে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বড় রকমের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আল-ইখবারিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
ফয়সাল আল-মিকদাদ বলেন, হায়াত আত-তাহরির শাম এবং দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী এখনো সিরিয়ায় উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসী আমেরিকা এবং তুরস্কের কাছ থেকে সমর্থন পাচ্ছে। তিনি বলেন, তুরস্কের ক্ষমতাসীন সরকারের স্বার্থে সিরিয়ার ভেতরে ধ্বংসযজ্ঞ চালানো ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।
এই সাক্ষাৎকারে ফয়সাল মিকদাদ বলেন, রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে যে যুদ্ধ হয়েছে তাতে সিরীয় শরণার্থীদেরকে দেশে ফিরিয়ে আনার পথ সহজ হয়ে গেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আস্তানা শান্তিপ্রক্রিয়া থেকে তুরস্ক নিজেকে সরিয়ে নিচ্ছে কিন্তু আংকারাকে বুঝতে হবে- সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের কোনো ভবিষ্যৎ নেই।