ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে সামিরক বাহিনীর হামলায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আন্তর্জাতিক ওই সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে হামলার পর থেকে ওই দুই কর্মী নিখোঁজ ছিলেন বলে জানিয়েছিলো সংস্থাটি।
শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি হামলায় নিহত ৩৫ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করে সেভ দ্য চিলড্রেন। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ওই হামলায়ই নিহত হন সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী। এই হামলা ও প্রাণহানির জন্য সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীকে দায়ী করেছে আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি।
দাতব্য সংস্থাটি জানায়, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে দেশটির সামরিক বাহিনীর হামলার পর নারী ও শিশুসহ ৩৫টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সৈন্যরা মানুষজনকে ব্যক্তিগত গাড়ি থেকে জোর করে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে এবং অন্যদের লাশ পোড়ানোর আগে হত্যা করে বলে দাবি সংস্থাটির।
সেভ দ্য চিলড্রেন বলছে, তাদের নিহত দুই কর্মী সম্প্রতি বাবা হয়েছেন। তারা শিশুদের জন্য শিক্ষা নিয়ে কাজ করতেন। দুজনই ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
এক টুইট বার্তায় দাতব্য সংস্থাটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা ও জবাবদিহির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেয়া আহ্বান জানিয়েছে।
জান্তাবিরোধী অন্যতম বৃহৎ গোষ্ঠী কারেন ন্যাশনাল ডিফেন্স ফোর্স বলেছে, নিহত ব্যক্তিরা বিদ্রোহী নয়, বরং সংঘর্ষ থেকে বাঁচতে চাওয়া বেসামরিক নাগরিক।
এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী দাতব্য সংস্থার এ দাবি অস্বীকার করেছে।
মিয়ানমারের সেনাবাহিনীর এক মুখপাত্র বলছেন, শুক্রবার হাপ্রুসোতে সৈন্যরা ‘সন্দেহজনক উপায়ে’ চলা সাতটি গাড়ি থামানোর চেষ্টা করলে লড়াই শুরু হয়।