ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে তার জোরালো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আরব লীগ।
মঙ্গলবার সংস্থার মহাসচিব আহমাদ আবুল গেইত কৌশলগত এই ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রতিক্রিয়া জানান।
ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমিতে নতুন করে ৭,৩০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ সম্পর্কে আবুল গেইত বলেন, ইসরাইলের এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় গোলান মালভূমিকে সিরিয়ায় অংশ হিসেবেই স্বীকার করে।
তিনি আরো বলেন, একটি মাত্র দেশ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে বাস্তবতা বদলে যাবে না বরং সেটি দখলীকৃত ভূখণ্ড হিসেবেই চিহ্নিত হবে। এ বক্তব্যের মধ্যদিয়ে তিনি গোলানকে ইসরাইলের অংশ বলে মার্কিন সরকারের স্বীকৃতির প্রসঙ্গটির দিকে ইঙ্গিত করেছেন।
২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন। তবে বিশ্বের আর কোনো দেশ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয় না।
আরব লীগের মহাসচিব আরো বলেছেন, সিরিয়ার চলমান ঘটনাবলী এবং আরব লীগে দামেস্কের অবস্থান যাই থাকুক না কেন দেশটির ভৌগলিক অক্ষণ্ডতার ব্যাপারে কোনো আপোস করা হবে না।