ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটনসহ কেউ একথা ভাবতেই পারেনি যে, আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে।
তিনি আরও বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়।
পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খালিলজাদ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচারণা মাধ্যমকে এসব কথা বলেন।
তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না- এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন, “এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে, প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন।”
আশরাফ গনি তার সাক্ষাৎকারে তালেবানের হাতে তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করে বলেছিলেন, তার সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওয়াশিংটন তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিল।তিনি আরো বলেন, গত ১৫ আগস্ট কাবুলের পতনের দিন তিনি দেশে থাকলে তালেবান তাকে হত্যা করত বলে তিনি পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন।
গনির এই অভিযোগের জবাবে জালমাই খালিলজাদ বলেছেন, তার [গনির] উচিত ছিল আমেরিকার কাছে সাহায্য চাওয়া। তার সংশয় যদি সত্যি হয়ে থাকত তাহলে আমেরিকা সেভাবে ব্যবস্থা নিতে পারত।কিন্তু যে আমেরিকা তালেবানের হাতে কাবুলের পতন ঠেকাতে পারেনি সে কীভাবে আশরাফ গনির প্রাণ বাঁচাত সে বিষয়ে কোনো আলোকপাত করেননি আমেরিকার এই সিনিয়র কূটনীতিক।