ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার বলেছে, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে।
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যায় ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে, ইরান বর্তমানে অন্য যেকোনো সময়ের তুলনায় একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।
নিউ ইয়র্কার এক নিবন্ধে লিখেছে, আমেরিকার কোনো প্রেসিডেন্ট এখন পর্যন্ত পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেননি। এছাড়া, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার যে হুমকি দিয়েছেন দীর্ঘমেয়াদে তার কার্যকারিতা হারিয়েছে।
ইরাক ও আফগানিস্তান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে শিক্ষা গ্রহণ করেছে তার প্রতি ইঙ্গিত করে নিউ ইয়র্কার লিখেছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের সর্বাত্মক কোনো যুদ্ধ শুরু করতে যায় তাহলে এ অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
আমেরিকার এই ম্যাগাজিন আরো লিখেছে, ইরানের কাছে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ভূমি বা সাগর থেকে নিক্ষেপ করা সম্ভব। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত নীচু দিয়ে উড়ে যেতে এবং একসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র কোনো রাডারে ধরা পড়ে না বলেও নিউ ইয়র্কার জানিয়েছে।