ধূমকেতু নিউজ ডেস্ক : ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। রোববার রাতে মাঝপথে হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক ধরে তার গাড়িকে দাঁড় করিয়েও রাখে। কোনও মতে অন্য গাড়িতে চেপে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান রেহাম। এমনটাই দাবি করেলেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।
ঘটনার পর পরই আতঙ্কিত রেহাম টুইট করেন। তিনি লিখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’
তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার প্রাক্তন স্বামী তথা পাক প্রধানমন্ত্রীর দিকে। রেহাম লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’
সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। এর আগে প্রকাশ্যেই তিনি প্রাক্তন স্বামীর সরকারের সমালোচনা করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।