ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার বলেছে, গত বছরের আগস্ট মাসে কাবুল দখল করার সময় তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন আফগান উপ প্রধানমন্ত্রী আব্দুলগনি বারাদার।
তিনি এমন সময় একথা বললেন যখন গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল অবরোধ করলে আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবর প্রচারিত হওয়ার পরপরই তালেবান বিনা বাধা ও রক্তপাতে কাবুলে প্রবেশ করে।
এর কয়েকদিন পর সংযুক্ত আরব থেকে আশরাফ গনি এক সাক্ষাৎকারে দাবি করেন, তার গোয়েন্দা সংস্থাগুলো তাকে এই খবর দিয়েছিল যে, কাবুল দখল করার পরপরই তাকে হত্যা করবে তালেবান।
তবে তালেবান উপ প্রধানমন্ত্রী বলছেন, আফগানিস্তানের বহু রাজনীতিবিদ ও নেতা এখন দেশেই বসবাস করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আব্দুল গনি বারাদার দৃশ্যত আশরাফ গনি সরকারের দুজন শীর্ষস্থানীয় নেতা হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহর প্রতি ইঙ্গিত করেছেন যারা গনি সরকারের পতনের পরও দেশত্যাগ করেননি।
তবে গনির সঙ্গে তার সাত ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন।