ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত কাপুরুষোচিতভাবে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে। কিন্তু তার নাম একজন অবিস্মরণীয় বীর হিসেবে অতীতের যেকোনো সময়ের তুলনায় ভবিষ্যত প্রজন্মগুলোর কাছে বেশী সমুজ্জ্বল থাকবে।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন খাতিবজাদে।
তিনি বলেন, ইরান যতদিন সোলাইমানির ঘাতকদের বিচারিক আদালতে তুলতে না পারবে ততদিন এ ব্যাপারে সবরকম চেষ্টা চালিয়ে যাবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরাক থেকে মার্কিন সন্ত্রাসী সেনাদের বহিষ্কারের যে প্রচেষ্টা জেনারেল সোলাইমানি চালিয়েছিলেন তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও মন্তব্য করেন খাতিবজাদে।
২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন।