ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিবেশী দেশ মিয়ানমারের আজ ৭৪তম স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের এ দিনে দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন হতে মুক্ত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিয়ানমারের জনগণকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী।
বার্তায় আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনে আগ্রহের কথা জানায় বাংলাদেশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমারে জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। রেঙ্গুন তথা বার্মা ১৯৪২-৪৫ পর্যন্ত সময়ে জাপানিদের দখলে ছিল। জাপানিদের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল বার্মা ইনডিপেনডেন্ট আর্মি। জাপানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন জেনারেল অং সান এবং বার্মা ইনডিপেনডেন্ট আর্মি। তাদের উদ্দেশ্য ছিল তৎকালীন বার্মা থেকে ব্রিটিশ শাসনের উৎখাত। পরে জাপানিদেরও বিতাড়িত করে বার্মাকে স্বাধীন করা।
ওই সময়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু কয়েকবার অং সানের সঙ্গে রেঙ্গুনে গোপন বৈঠকও করেছিলেন। দুজনের মধ্যে একধরনের সিদ্ধান্ত হয়েছিল একযোগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্ব-স্ব দেশকে স্বাধীন করতে কাজ করার। এ দুজনের মধ্যে মধ্যস্থতায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মি. দিনা নাথ, যার বার্মিজ নাম ছিল দত্ত কাহন থেইন থেইয়েন। তিনি তার রেঙ্গুনের বাড়িটির একাংশ ছেড়ে দিয়েছিলেন অং সানকে তার অফিস হিসেবে ব্যবহার করতে। এখানেই গোপন বৈঠক হয় সুভাষ বসু ও অং সানের। ‘হাউস অব মেমোরি’ নামে পরিচিত এবং বার্মার তথা ভারতের স্বাধীনতাসংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
মি. দিনা নাথ পরে রাষ্ট্রদ্রোহের মামলায় ১৯৪৭ সাল পর্যন্ত দিল্লির লাল কেল্লায় এক বছর কারাভোগে ছিলেন। পরে দিনা নাথকে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু ভারতের সর্বোচ্চ খেতাবে ভূষিত করেছিলেন। তৎকালীন বার্মা ভারতের স্বাধীনতার প্রায় এক বছর পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীনতা লাভ করে। জেনারেল অং সান স্বাধীনতার কয়েক মাস আগে জুলাই ১৯৪৭ সালে কথিত বিরোধী আততায়ীর হাতে মৃত্যুবরণ করেন।