ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন সরকার মধ্যস্থতা করছে। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকা এই প্রচেষ্টা চালাচ্ছে। তার আগে মার্কিন মধ্যস্থতায় কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।
গতকাল (সোমবার) গণমাধ্যমকে ব্রিফ করার সময় ওই কর্মকর্তা আমেরিকার মধ্যস্থতা করার খবর জানান তবে তিনি নিজে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমেরিকা পেছন থেকে কাজ করে যাচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করা।
ইসরাইলের ওই কর্মকর্তা বলেন, “এই দুই দেশের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই কিন্তু সেটি খুব ধীর প্রক্রিয়া এবং এজন্য অনেক সময় লাগবে। তবে আশা করছি ভালো কিছু হবে।”
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের সাথে গত মাসে রাজধানী জাকার্তায় আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেউকু ফাইজাসিয়াহ।