রহনপুরে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ধূমকেতু প্রতিকেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। 

শুক্রবার দুপুরে রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। 

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন কেডিসিপাড়ার মতির ছেলে ইমাম (২২) নিজকক্ষে তীরের সাথে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেয়া হয়েছে বলে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান।

Scroll to Top