ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বুধবার প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রধান অতিথি আইন বিচার ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
উপজেলা নিবার্হী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা: মনিরুজ্জামান ভাটেনারি সার্জন ফায়সাল তালুকদার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝর্ণা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, খাদিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।
মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি খামারিদের ৬ ক্যাটাগরিতে ১৮ জনকে পুরষ্কত করেন ও ষ্টল ঘুরে দেখেন।