ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে “নিরাপদ সড়ক চাই, বাচাঁর মত বাচঁতে চাই” এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার নজিপুর গোল চত্বরে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে ৭ দফা দাবী তুলে ধরেন, লাইন্সেস বিহীন ড্রাইভার ও ফিটনেস বিহীন গাড়ি দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে, শহরের প্রধান সড়কগুলো মেরামত করতে হবে, রাস্তার পাশে ফুটপাতের দোকান সরিয়ে ফেলতে হবে এবং যান-চলাচলের উপযোগী করতে হবে, ড্রেন ব্যবস্থা চালু করে পানি চলাচল ব্যবস্থা করতে হবে, গোলচত্ত্বরে ট্রাফিক পুলিশ নিয়োগ সহ ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে, স্কুল-কলেজে ও বাজারের সামনে স্পীড ব্রেকারের ব্যবস্থা করতে হবে, অপ্রাপ্তবয়স্ক ছেলেদের বাইক চালানোর ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারী করতে হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান কর হয়েছে। গত এক মাসের ব্যবধানে প্রায় ৮/১০ জনের প্রাণ হানী হয় এবং সর্বশেষ গত ১৫ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার সিয়াম নামের এক কলেজ ছাত্রের প্রাণহানী ঘটে।