ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় আন্তর্জাতীক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে।
রোববার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১ মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমারসহ কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ফজলুল হক শাহ্ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আনিছুর রহমান, বজলুর রহমান ও হারুন অর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।