ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক মামলার পলাতক আসামী সদরে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর বাজারে অভিযান চালিয়ে জ্যোতি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার জ্যোতি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার চকাদিন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মোকছেদ চকাদিন গ্রামের মজিবর রহমানের ছেলে। এছাড়া একটি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা অনুযায়ী একই দিন বিকেলে উপজেলার বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জয়েন উদ্দীনের স্ত্রী সোনিয়া খাতুন এবং একই গ্রামের সোলেমান আলীর ছেলে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।