ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে কোনো সবজির ঘাটতি না থাকা সত্তেও দিন দিন অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম।
প্রায় এক মাসের বেশি হলো এই উর্ধ্বমুখী। কমার কোনো প্রবনতাও লক্ষ করা যাচ্ছে না। দিনে দিনে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম। শাক-সবজির দামও চলে যাচ্ছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে।
শনিবার উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, শিম, গাজর, পেয়াজ, মিস্টি কুমড়া, বেগুন, পটল, ফুল কপি, কাচামড়িচ সহ বিভিন্ন সবজির দাম গত মাসের চেয়ে দিগুন বেড়েছে। বেড়েছে মুরগির মাংসের দামও। ফলে দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে চিনি, আটা, বুটের দামও। বাড়তে শুরু করেছে অস্বাভাবিক হারে সয়াবিন তেলের দাম। এমতাবস্থায় নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন উপজেলার মধ্যবিত্ত অসহায় পরিবারগুলো।