ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ও ‘প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ বড়াইগ্রাম শাখার সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে সহকারী শিক্ষকদের ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে বর্তমানে প্রাপ্ত ১৩তম গ্রেডের পরিবর্তে ১০ম গ্রেডে বেতন প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তৃতা করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক, আজমা খাতুন শিউলী, সহকারী শিক্ষক সমিতি বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি আব্দুল করিম, অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিপ্লব সরকার, আলফুর রহমান, প্রমুখ।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।