ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দেশি ব্লাক বেঙ্গল জাতের ছাগল লালণ পালনে উৎসাহিত করতে জেলার চুক্তিবদ্ধ ৪০ জন খামারীদের নিয়ে তিনদিনব্যপী প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
রোববার (৬ মার্চ) বিকেলে টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণ কার্মশালার উদ্বোধন করেন, ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের (কৃত্রিম প্রজনন দপ্তরের) পরিচালক ডাঃ ভবতোষ কান্তি সরকার।
উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার ৫টি উপজেলার নির্বাচিত ছাগল পালন খামারীদের নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষনে বিভিন্ন উপজেলার ৩০ জন নারী ও ১০জন পুরুষ খামারী উন্নত প্রশিক্ষনের জন্য অংশ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের, পরিচাল, ডাঃ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ট্রেনিং কো-অর্ডিনেটর ডাঃ মোজাম্মেল হক।
প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অংশগ্রহণকারী সকল খামারীদের ব্লাক বেঙ্গল ছাগল পালনে করনীয়, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগলের বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।