ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রহনপুর রেলওয়ে স্টেশন চত্বরে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ জনসভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম ও হোসনে আরা পাখি, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ।
আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, জেলা মহিলালীগের সহ সভাপতি কেয়া রহমান, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সাবেক ছাত্রনেতা মুক্তাদির বিশ্বাস, ছাত্রলীগ নেতা এন্তাজুল হক, মোরশালিন হক, যুবদল নেতা এসএ বকুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ প্রমূখ।
সভাপতিত্ব করেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল।
জনসভা থেকে আগামী ২৬ মার্চের মধ্যে রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নে কোন ঘোষণা না আসলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়।