ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি বাজারে র্যাবের একটি দল অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের এজাহার নামীয় পলাতক আসামী রাশেদ আলী (৫০) ও মিজানুর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছে।
রোববার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা।
আটককৃত ব্যক্তি রাশেদ আলী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট পুরানটোলা গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে ও অপরজন মিজানুর রহমান হচ্ছে একই উপজেলার একই ইউনিয়নের নিচু ধুমি গ্রামের মৃত সাজ্জাদ মাস্টারের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ থানার মামলা নং ১৩/১০৪, ধারা ১৪৩/ ৪৪৭/ ৪২৭ /৫০৬ পেনাল কোড তৎসহ ১৯৮০ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার এজাহার নামীয় পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করে।