ধূমকেতু প্রতিবেদক, পাবনা : গাজীপুর জেলার শ্রীপুর থানায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরির আঘাতের ঘটনায় মামুন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন, দাইবাড়ীটেক এলাকার আজগর আলীর ছেলে।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত বৃহস্পতিবার (১০ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী শাকিনস্থ মমতাজ প্রধান রাইস মিলের পূর্বে বরামা রাস্তার উপর, বার্মি বর্মি শ্রীপুর এলাকায় জনৈকা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আসামী মামুন (২২) ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিসহ তাহার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদীয় হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করেন। শ্রীপুর থানার মামলা নং-২০/১১৮ তারিখ ১০ মার্চ ২০২২। ধারা ৩৪১/৩২৬/৫০৬ পেনাল কোড-১৮৬০।
র্যাব-১২ আরও জানায়, বিষয়টি র্যাবকে অবহিত করা হলে, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর মাধ্যমে আসামীর সঠিক অবস্থান নির্ণয় করে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানী এবং র্যাব-১ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর উত্তর পাড়া এলাকা হইতে ১২/০৩/২০২২ ইং তারিখ সন্ধ্যা ১৭.০৫ ঘটিকার সময় আসামী মামুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নিকট হইতে ১টি মোবাইল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।