ধূমকেতু প্রতিবেদক, পোরশা : রোগিদের সেবা করবেন। কোন রোগি যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। আমরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নির্দেশনা মোতাবেক তার দেখানো পথে কাজ করে যাচ্ছি।
সোমবার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে কর্মরত ডাক্তার ও নার্সদের উদ্যেশে কথাগুলি বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। মাস্তান, গুন্ডাপান্ডার ভয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখবেন না। সব সময় সত্য পথে চলবেন, আমরা আপনাদের পাশে আছি। এসময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগিদের খোঁজখবর নেন। রোগিরা ঠিকমত খাবার এবং ঔষুধ পাচ্ছেন কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলকে দোয়া করতে বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন।