ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে দৃশ্যমান করনীয় বিষয়ে আলোকপাত করেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র আঞ্চলিক ডেপুটি ম্যানেজার শরিফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ল্ডভিশনের ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সংস্থার সেলপ অফিসার পিয়ারা খাতুন, প্রোগ্রাম সহকারী রোকসানা পারভীন, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নারী ফোরাম সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি মজিবর রহমান কাজী, ইউপি সদস্য হামিদুল ইসলাম, মৌলভী আবু সুফিয়ান, পুরোহিত ঠাকুর প্রশান্ত কুমার প্রমুখ।
বক্তাগণ অল্পবয়সীদের হাতে দেয়া স্মার্টফোনের অপব্যবহার, পরিবারের অসচেতনতা, চাকুরিজীবি জামাইয়ের লোভ নিয়ন্ত্রন করে একটি মেয়ের সারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে বিয়ে দেওয়ার মত প্রকাশ করেন এবং কাজীসহ সংশ্লিষ্ট মৌলভীদের বাল্যবিয়ে থেকে নিরুৎসাহিত করার আহবান জানানো হয়।