ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনওর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তারম সার্ভেয়ার সাদ্দাম হোসেন প্রমূখ।