ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইরাস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম।
এছাড়াও উপজেলা আনসান ভিডিপি অফিসার রইছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, হোমিও চিকিৎসক সুলতান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম উপস্থিত ছিলেন।