ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকার খড়কপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মোটরলাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও আরেকজন কয়লাদিয়ার গ্রামের আবু বাক্কারের ছেলে ট্রলির হেল্পার মমিন আলী (২৩)।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকার খড়কপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাজমুল ইসলাম সুমন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রলির হেল্পারকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানেই একজন মারা যায়। পরে হাসপাতালে আরেকজন মারা গেছে।