ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত রোগে এক খামারির ৬টি গরু মারা গেছে।
আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে আরও ১৫ টি গরু। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার বৈঠাখালী গ্রামে।
জানা যায়, ওই গ্রামের বেকার যুবক আনোয়ার হোসেন হিরো বেকারত্বের অভিষাপ থেকে মুক্তি পেতে ও আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে বেশ কিছুদিন আগে নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। সে অনুযায়ী তিনি তার খামারে উন্নত জাতের প্রায় ১৫ টি গরু প্রতিপালন শুরু করেন।
ইতোমধ্যেই বেশ কয়েকটি গরুর বাছুর হয়ে তার খামারে প্রায় ২১ টি গরু হয়। হঠাৎ করেই গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুইদিনে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে খামারের প্রায় ৬ টি গরু মারা যায়। এতে দিশাহারা হয়ে পড়েন খামারি আনোয়ার হোসেন হিরো।
এদিকে সংবাদ পেয়ে উপজেলা প্রাণীসম্পদ অফিসের লোকজন অসুস্থ গরুগুলোর চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়ালি-উল-আলমের মুঠোফনে একাধিকবার ফোন দিলেও তার কোন সারা পাওয়া যায়নি।