ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অটো টমটম গাড়ী চাপায় সাথী রাণী (৯) নামের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টা নাগাদ রাণীনগর-আত্রাই সড়কের সাহানাপাড়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সাথী কাশিমপুর সাহানাপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে।
সাথীর চাচা নারায়ন চন্দ্র বলেন, তার ভাতিজি উপজেলার কাশিমপুর নিড্স ইন্টার ন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়া লেখা করে। প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে যায়। এদিন ক্লাস কম থাকায় দুপুর ১২টা নাগাদ একটি অটো টমটমগাড়ীতে চরে বাড়ী ফিরছিল। এসময় সাহানা পাড়া মোড়ে গাড়ী থেকে নেমে রাস্তা পার হবার সময় অন্য একটি অটো টমটম গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সাথীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন,ঘটনাটি জানার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।