ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাসপাতালের ৪৪ জন রোগীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরের খাবারে বিরিয়ানী, খাসি-মূরগী, মাছ, ডিম-ডাল মিষ্টি ও সালাদসহ উন্নত মানের খাবারের সাথে ৪৪ জন রোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় খাবার পরিবেশনে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডা. সামিউল হাসান, ডা. খাতিজা, ডা. নিয়াজ, নার্স ইনচার্জ রুপভান নেছা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ।
জাতির পিতার জন্মদিনে এমন মুখরোচক ও মান সম্মত খাবার পেয়ে হাসপাতালে ভর্তি রোগী সাবিহা ইয়াসমিন ও পুরুষ ওয়ার্ডের রোগী মানিক বলেন, ‘যার (বঙ্গবন্ধুর) জন্মদিন উপলক্ষে এই উন্নত খাবার প্রদান, আজকের দিনে তার রুহের মাগফেরাত কামনা করছি।’