ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : ভালবাসা ও শ্রদ্ধায় সুজানগরে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে সুজানগর উপজেলা আওয়ামী লীগ।
এদিন সকালে সুজানগর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা ও পৌর যুবলীগ এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম টুটুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফছার আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।
শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।