ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক গরুর খামারে আগুনে পুড়ে ছাই হলো প্রায় ৩০লাখ টাকার ২৫টি গরু। লালিত সখের খামারে আগুনে ছাই হলো খামারী সোলেমান হাজীর সোনালী স্বপ্নেরও।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আঁখিলা পূর্বপাড়া গ্রামের মৃত গফুর হাজীর ছেলে সোলেমান হাজীর খামারে। স্থানীয়রা খামারে আগুন দেখতে পেয়ে নাচোল থানায় ও নাচোল ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে খামারের ২৫টি গরু পুড়ে মারা যায়।
নাচোল ফায়ার স্টেশনের ম্যানেজার ইব্রাহীম আলী ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, খামারে মশা তাড়াবার জন্য খড় ভিজিয়ে ধোঁয়া (সাঞ্ঝাল) দেওয়া হয়েছিল। ওই আগুন থেকে সমস্ত খামারে বৈদ্যুতিক লাইনে আগুন ছড়িয়ে পড়ে এ দূর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা হতে পারে।
দূর্ঘটনার খবর পেরে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) সামশুল আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব ওই রাতেই ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ক্ষতিগ্রস্ত খামারী সোলেমান হাজীকে তাৎক্ষনিক ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।