ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিমন মাহমুদের উদ্যোগে চাকলমা বাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সহ সভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার।
এসময় উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন।
পরে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।