ধূমকেতু প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যারিয়ার ক্লাব এর সহযোগিতায় গত ২৯ মার্চ ২০২২ এ ‘‘Road to U.S. University: Opportunities and Preparation Strategies” শীর্ষক ক্যারিয়ার সেশন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ক্যারিয়ার ক্লাবের সদস্যগণসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ EMK Center হতে আগত রুহুল আমিন।
(Education Outreach Coordinator) এবং শামসুন নাহার (Makerlab Outreach Officer) উচ্চশিক্ষার ক্ষেত্রে U.S. বিশ্ববিদ্যালয় গমনের জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেশন শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি এই প্রতিযোগিতায় বিজয়ী সকলকে অভিনন্দন জানান এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ গমনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এই ধরনেরসহ শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন এবং সফলভাবে ক্যারিয়ার সেশন সম্পন্ন করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।