ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা থানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক উদ্বোধনকৃত অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসাবে রোববার পোরশা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, তদন্ত কর্মকর্তা শাহ্ আলম সরদার, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, এসআই সাখোয়াত হোসেন, কাইয়ুম, আব্দুর রহিম।
এছাড়াও শামসুল হক, লাভলু, মোস্তাফিজুর রহমান, এএসআই আহসান হাবিব, রাবেয়া, মেহেদী ও আল আমিন সহ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।