ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের চকলেট ও অভিভাবক এবং হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উন্নত মানের চকলেট এবং তাদের অভিভাবক ও এলাকার হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকা নিউওয়ার্ক সিটি পুলিশের কারেকশন অফিসার ও স্বপ্নলোকের পাঠশালার প্রধান পৃষ্ঠপোষক কামরুরজ্জামান শাহিন।
স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আমেরিকা প্রবাসী ও স্বপ্নলোকের পাঠশালার পৃষ্ঠপোষক আফরোজা খাতুন, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ।
এসময় উপস্থিত ছিলেন, কনসালটেন্ট টিপু সুলতান, সমন্বয়কারী রিজন বিশ্বাস, রত্না ইসলাম, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী ইসলাম, স্বেচ্ছাসেবক সোহেল রানা (ফিস), সাকিব, আয়ুব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৭০জন শিক্ষার্থীকে উন্নত মানের চকলেট ও ৯০জন অভিভাবক ও হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।