ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার সময় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সাথে যুক্ত থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, শাহাবুদ্দিন মোড়ল ও সকল নবনির্বাচিত কাউন্সিলর, পুলিশ ফোর্সসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান।