ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র’ সাবেক যুগ্ম সচিব, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য ও রূপালী ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান মরহুম আজিজুল হক মোল্লার ২৮তম মৃত্যুবার্ষির্কী পালিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) কাহালুর মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে মিলাদ, দোয়া ও বিশাল ইফতার মাহফিল মহুমের সুযোগ্য পুত্র বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য ডাঃ জিয়াউল হক মোল্লার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র কামরুল হাসান জুয়েল, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপির সাবেক পৌর সাধারণ সম্পাদক আনিছার রহমান অনিছ, কাহালু উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাজনূর রহমান, ছাত্রদলের সাবেক নেতা মহিউদ্দিন মোহন প্রমূখ সহ কাহালু ও নন্দীগ্রাম এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পদ বঞ্চিত বিপুল সংখ্যক সাবেক নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাহালু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলু।