ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ১৮ জন ভূমিমালিকের মাঝে ৩ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৭৭৩ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খান এসব চেক বিতরণ করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, সহকারী কমিশনার রওশানা জাহান, নামো শংকরবাটী কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলসহ জমির মালিকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা জানান জেলা শহরের রেহায়চর হতে শংকরবাটী রাস্তার জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিক ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের জন্য কয়লাবড়ি এলাকায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়।