ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার, পোনা ও ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলার ৪০জন হতদরিদ্র জেলেকে ১৬০টি ছাগল, এনএটিপি প্রকল্পের সিআইজি ১৫ জন চাষীকে ৮বস্তা করে ১২০বস্তা কার্প জাতীয় মাছের খাবার ও ২৫ কেজি করে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেল চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদাঃ) নাইমুল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, ফিল্ড অফিসার মনিরুল ইসলাম ও সামিউল আলম প্রমূখ।