ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ও ওয়ার্ড যুবলীগের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেল ৫ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু সভাপতিত্বে ও সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামইরহাট শাথার সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগ নেতা মাজেদুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী প্রমুখ।