ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন পর্যায়ের ফার্মেসীতে নিম্নমানের ভেজাল ঔষধ বিক্রি বন্ধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপিল) বিকেল ৩ টায় প্রাক্তন সৈনিক সংস্থার কার্যালয়ে ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার মনারুল হক, ধামইরহাট উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রুহল আমিন, সিনিয়র সহ সভাপতি দেওয়ান জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ঔষধ ব্যবসায়ী সাইফুল ইসলাম ইসলাম, মিজানুর রহমান মিঠু, জোবায়ের আহমেদ, দেওয়ান সায়েম প্রমুখ।
সভায় লাইসেন্স বিহীন ঔষুধ ব্যবসায়ীদের অতি সত্তর লাইসেন্স করার বিষয়ে জোর তাগাদা প্রদান করা হয়।