ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
কাশিয়ানী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নূর সলেমান জানান, কামাল হোসনে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কামাল নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।