ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলার মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে পরিষদ চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ।