ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ঝিলিমরোডে কামাল ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক নামে একটি শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে মালামাল পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। কামাল ইলেকট্রনিক্স শো-রুমের স্বত্বাধিকারী ইকবাল হোসেন জানান, তারা মেইন সুইচসহ সবকিছু বন্ধ করে রাতে বাড়িতে যান, হঠাৎই ১০টার দিকে আগুনের বিষয়টি বুঝতে পারেন। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রথমে দু’টি ইউনিট এবং পরবর্তীতে আরও দু’টি ইউনিট মিলে সর্বাত্বক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
তিনি আরও জানান, এসি ও টিভিসহ অন্যান্য সরাঞ্জামাদি পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন জানান, প্রথমে দু’টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়, পরবর্তীতে আরও দু’টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট মিলে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।