ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় রোববার বেলা ১১টার দিকে আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ইউএনওর সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও খোদাবকস মিয়া, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব প্রমূখ।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যদিয়ে মুজিবনগর দিবস পালন করা হয়।